রামুতে মানুষের কাটা পা উদ্ধার – দৈনিক আজাদী

রামুতে মানুষের কাটা পা উদ্ধার – দৈনিক আজাদী

কক্সবাজারের রামুতে পলিথিন মোড়ানো মানুষের একটি বিচ্ছিন্ন পায়ের খন্ড উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বিকাল ৪ টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশে এই কাটা পাটির সন্ধান পায় স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান।

জয়নাল আবেদীন বলেন, ব্রিজের পাশে স্থানীয়রা পলিথিনের ভেতর একটি বিচ্ছিন্ন পা দেখতে পায়। পরে খবর পেয়ে ওই স্থান পরিদর্শন করি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দেওয়া দিই।

তিনি বলেন, পাটি হাটুর নিচ থেকে কাটা। কাটা অংশে ব্যান্ডেজ লাগানো রয়েছে। তারপরও রক্তাক্ত ছিলো৷

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী চৌধুরী বলেন, ‘ঘটনাটি বেশ চাঞ্চল্যকর। খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি ঘটনাস্থলে পাঠানো হয়। কাটা পা’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এই পা’য়ের বিষয়ে তদন্ত তদন্ত করা হচ্ছে।’

Explore More Districts