চারদিনের সফরে সিলেট আসছেন শায়খে চরমোনাই

চারদিনের সফরে সিলেট আসছেন শায়খে চরমোনাই

চারদিনের সফরে সিলেট আসছেন শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মে মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টায় নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে আমেলার মে মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন’র সঞ্চালনায়, ক্বোরআনে কারীমের তেলাওয়াত ও দারসুল কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করতঃ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী শনিবার ১০ মে ৪ দিনের সফরে সিলেট আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিঁনি সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে জেলা আমেলার মাসিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রস্তুতি এবং সাংগঠনিক মজবুতির লক্ষ্যে উপজেলা কমিটির পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী গঠনের লক্ষ্যে জেলাও উপজেলা ভিত্তিক তারবিয়াতের নীতিগত সিদ্ধান্ত হয়।

এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা কে এম ফখরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া খাঁন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নজির আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মুহাম্মাদ আবু আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, সহ-দফতর সম্পাদক মাওলানা আবুল হোসেন, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান আজাদ, সদস্য মুহাম্মাদ আব্দুল হামিদ, মুহাম্মদ রাশিদুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ডিএস/আরএ

Explore More Districts