বার্সেলোনায় অভিষেকের অপেক্ষায় কে এই নতুন বিস্ময়বালক

বার্সেলোনায় অভিষেকের অপেক্ষায় কে এই নতুন বিস্ময়বালক

রদ্রিগেজের জন্ম ২০০৯ সালে, স্পেনের বাস্ক অঞ্চলের শহর অস্তিগারাগাতে। রিয়েল সোসিয়েদাদের বয়সভিত্তিক দলের হয়ে ফুটবলে হাতেখড়ি হয় তাঁর। ২০২০ সালের এপ্রিলে ১৪ বছর বয়সে রদ্রিগেজ চলে আসেন বার্সায়। এরপর ধীরে ধীরে পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করেন রদ্রিগেজ।

এর মধ্যে বার্সা কোচ ফ্লিকের নজরেও পড়েন এই তরুণ। বার্সার মূল দলের একাধিক অনুশীলন সেশনেও রদ্রিগেজকে সুযোগ দিয়ে বাজিয়ে দেখেছেন ফ্লিক। আর এখন তাঁকে অভিষেকের জন্য প্রস্তুত করছেন বার্সার এই জার্মান কোচ।

পেশির সমস্যার কারণে এই মৌসুমে বয়সভিত্তিক দলের হয়ে খুব বেশি খেলা হয়নি রদ্রিগেজের। তবে এই মৌসুমে যে ১০ ম্যাচে তিনি খেলেছেন, তাতে ৩ গোলের সঙ্গে বেশ কিছু গোলে সহায়তাও করেছেন। শুধু গোল করা কিংবা গোলে সহায়তার জন্য নয়, ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের ওপর প্রভাব বিস্তার করে খেলার গতিপথ বদলে দেওয়ার সামর্থ্যও আছে এই তরুণের।

Explore More Districts