মেয়র মান্নান ফুটবল টুর্নামেন্টে জিতল সিরাজগঞ্জ – Daily Gazipur Online

মেয়র মান্নান ফুটবল টুর্নামেন্টে জিতল সিরাজগঞ্জ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুর শহিদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজীপুর বনাম সিরাজগঞ্জ জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সিরাজগঞ্জ ১-০ গোলে গাজীপুর জেলাকে পরাজিত করে।
খেলা উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন মান্নানপুত্র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, বশির আহমেদ বাচ্চু, মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট এমদাদ খান, মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, গাজী সালাহ উদ্দিন, হাসান আজমল ভূঁইয়া, জাহিদুল ইসলাম খান, যুবদল নেতা মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, ফারহাদ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

Print Friendly, PDF & Email

Explore More Districts