আমার দেশ সম্পাদ এর উপর মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

আমার দেশ সম্পাদ এর উপর মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

আমার দেশ সম্পাদ এর উপর মামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় কমলগঞ্জ প্রেসক্লাব সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানায় কমলগঞ্জের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধীজন।

এ সময় স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে প্রচারণা চালানোয় একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যমে মেঘনা গ্রুপের সম্পত্তি রাষ্ট্রায়ত্তের দাবিও জানান তারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, পতিত হাসিনা সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশ ও গণমানুষের কন্ঠস্বর আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান একজন পরিক্ষিত দেশপ্রেমিক। তিনি দেশ ও জনগণের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়ে গেছেন।

মাথা নত না করে স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন ও কারাভোগ বরণ করেছেন। আজকের নতুন বাংলাদেশ বিনির্মানে অপরিসীম ভূমিকা তাঁর। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণার উৎস ছিলেন তিনি। ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে এ দেশ হাসিনামুক্ত করেছে। আওয়ামী দোসরের ঔদ্ধত্য দেখতে নয়।

এ সময় উপস্থিত ছিলেন,কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি সৈয়দ জামাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ আলী, আমার দেশ কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস, কমলগঞ্জ পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মো. নুরুউদ্দিন, সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, মোক্তাদির হোসেন,মোস্তাফিজুর রহমান, সালাহ্উদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু,জাহেদ আহমেদ, মালিক মিয়া, সৈয়দ জেমস হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেওয়ায় সাধুবাদ জানান আমার দেশ প্রতিনিধি এস কে দাস।

ডিএস/আরএ

Explore More Districts