পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

পদ্মা-মেঘনা নদীতে বুধবার (৩০ এপ্রিল) মধ্য রাত থেকে শেষ হয়েছে জাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর জেলার প্রায় অর্ধ লক্ষাধিক জেলে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,অন্যান্য বছরের তুলনায় এ বছর জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে দাবি তাদের।

ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।

এসময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার হয়ে অনেকেই এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকেও টাকা নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত করেছেন।

চাঁদপুরের জেলা মৎস‍্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, জাটকা অভিযান সফল হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ মে ২০২৫

Explore More Districts