রাশিয়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী! – DesheBideshe

রাশিয়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী! – DesheBideshe



রাশিয়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী! – DesheBideshe

নয়াদিল্লি, ৩০ এপ্রিল – রাশিয়ার বিজয় দিবস প্যারেডে অংশ নিতে আগামী ৯ মে দেশটিতে যাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। জার্মান নাৎসিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদিন জয় পেয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তারা তাদের ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে মোদিসহ ‘বন্ধুপ্রতীম’ আরও কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল।

এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিত থাকার কথা আছে। তবে জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের সঙ্গে গত কয়েকদিন ধরে ভারতের উত্তেজনা দেখা দিয়েছে। এরমধ্যে জানা গেলে, রাশিয়া সফরে যাচ্ছেন না মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়ায় গিয়েছিলেন। যা দেশটিতে দীর্ঘ পাঁচ বছর পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এতে পুতিন সমর্থন জানালেও এখন পর্যন্ত তার ভারত সফরের সময়সূচি নির্ধারিত হয়নি।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী গতকাল মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে দাবি করেন, তাদের কাছে তথ্য আছে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত।

পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, যদি ভারত কোনো ধরনের হামলা চালায় তাহলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩০ এপ্রিল ২০২৫



Explore More Districts