নগরীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার – দৈনিক আজাদী

নগরীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার – দৈনিক আজাদী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: শাহিদুল ইসলাম প্রকাশ সাব্বির (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার সাব্বির নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর আফজল মসজিদ এলাকার মৃত আব্দুল মালেক কোম্পানির ছেলে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা সাব্বিরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Explore More Districts