বানারীপাড়ায় ব্রিজ ভেঙ্গে খালে, দুর্ভোগে এলাকাবাসী

বানারীপাড়ায় ব্রিজ ভেঙ্গে খালে, দুর্ভোগে এলাকাবাসী

২৯ April ২০২৫ Tuesday ১১:২২:২২ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বানারীপাড়ায় ব্রিজ ভেঙ্গে খালে, দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের বানারীপাড়ায় একটি জনগুরুত্বপূর্ণ সেতুর মাঝ বরাবর থেকে ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসিন্দারা। সোমবার (২৮ এপ্রিল)

দুপুরের পর বিজ্রের মাঝের অংশ ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায়। এরপর থেকে এলাকার জনসাধারণ নৌকায় ও বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।

বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকির হোসেন মোল্লা জানান পৌরসভার ৪ নং ওয়ার্ডের বড় বনিক বাড়ি ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খবির মোল্লার বাড়ির সামনে এ ব্রিজটি। ইস্পাতের কাঠামো ও কংক্রিটের পাঠাতন দিয়ে আনুমানিক ২০ বছর পূর্বে তৎকালীণ বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষের দিকে ব্রিজটি নির্মান করা হয়। এ ব্রিজ দিয়ে পৌরসভা, উপজেলার

চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে। এর আগে 

খাল দিয়ে চলাচল করা বালু বোঝাই নৌযানের ধাক্কায় ইস্পাতের কাঠামো নড়বড়ে হয়ে পড়ে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে পড়ে গিয়েছে। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী মানুষ বিপাকে পড়েছে। তারা এখন নৌকা দিয়ে পাড় হয়। পন্য আনা নেয়া করতে হয় আড়াই কিলোমিটার ঘুরে। ব্রিজটি ভেঙ্গে পড়ার পর বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, বানারীপাড়ার দুইশতাধিক বছরের ঐতিহ্যবাহী সূর্যমনির মেলায় যাতায়াতের সুবিধার জন্য ব্রিজটি নির্মান করা হয়েছিলো। ব্রিজটি দিয়ে দুই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন বাজার, উপজেলা পরিষদ,থানা ও ভূমি অফিস, হাসপাতালে চিকিৎসা, স্কুল কলেজ ও মাদ্রাসায় যেতে পৌর শহরে আসে । জনগুরুত্বপূর্ন ব্রিজটি ভেঙ্গে পড়ায় সবাই বিপাকে পড়েছেন। দ্রুত ব্রিজটি নির্মান করার দাবি করেন তারা।

, সামান্য ঝড় বৃষ্টি ও বাতাসে ব্রিজটি ধ্বসে পড়েছে। নিম্নমানের কাজ হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তারা।

বানারীপাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, আমি বিষয়টি জানি না। আপনার কাছে শুনলাম। কাল পরিদর্শনে যাব। কেন ভেঙ্গে পড়ছে ও কিভাবে পড়ছে বিষয়টি জেনে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts