কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন – News Tangail

কালিহাতীতে কলেজছাত্র আলীম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন – News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান, নিহত আলীমের মা আকলিমা বেগম, খালাতো ভাই অন্তরসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, এটা শুধু হত্যা নয়। এ যেন চরম নিষ্ঠুরতার উদাহরণ। আমরা দোষী নোমানের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে আর কোনো আলীম অকালে প্রাণ না হারায়।

এর আগে, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে গোলাম মোস্তফার ছেলে নোমান (২০) কে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্মম সব তথ্য প্রকাশ পায়। কতটা অমানবিক হলে একজন মানুষ বন্ধুকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখতে পারে—নোমান তার জঘন্য উদাহরণ। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।

আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts