- নারায়ণগঞ্জ, পটুয়াখালী প্রতিদিন, শহরের বাইরে, সারাদেশ
- পটুয়াখালীতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে ইয়াবা টেবলেট সহ গ্রেফতার যুবক
- আপডেট টাইম : এপ্রিল, ২৭, ২০২৫, ২:০৯ পূর্বাহ্ণ
- 109 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবা টেবলেট সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে চিটাগাং রোড এলাকায় রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।