ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নতুন আলোচনায় অভিনেতা – DesheBideshe

ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নতুন আলোচনায় অভিনেতা – DesheBideshe



ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নতুন আলোচনায় অভিনেতা – DesheBideshe

মুম্বাই, ২৮ এপ্রিল – বিশ্ববিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার হলিউডে বসে মেট গালার আসর। সে রীতি অনুয়ায়ী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসবে ৫ মে। মেট গালা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই।

কোন তারকা আসছেন, কী পোশাক পরছেন, তা নিয়ে যেমন আগ্রহ থাকে, তেমনই আগ্রহ থাকে অনুষ্ঠানের আয়োজন নিয়েও।

এবার এই সম্মানজনক শোতে দেখা যেতে পারে বলিউড কিং শাহরুখ খানকে।

দিন কয়েক ধরেই অভিনেতার মেট গালায় অংশগ্রহণ নিয়ে আলোচনা ছিল। এবার ‘ডায়েট সব্য’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, প্রথমবারের মতো মেট গালায় অংশ নেবেন এই বলিউড তারকা। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বরাতে শাহরুখের মেট গালায় অংশগ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এর আগে এ আয়োজনে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। এবার জানা গেল শাহরুখের কথা।

মেট গালায় তারকারা কী পরবেন, সেটা নিয়ে সবচেয়ে আগ্রহ থাকে দর্শকের। তাই শাহরুখ এ আয়োজনে কীভাবে হাজির হবেন, সেটাও রাখা হয়েছে রহস্যই। কেবল জানা গেছে, আলোচিত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে মেট গালায় দেখা যাবে শাহরুখকে। অভিনেতার টিম থেকে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভোগ সাময়িকী জানিয়েছে, এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা, সারাহ জেসিকা পার্কারসহ অনেক তারকাকে।

আইএ/ ২৮ এপ্রিল ২০২৫



Explore More Districts