গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ঝালকাঠি জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলীর  

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ঝালকাঠি জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলীর  

২৭ April ২০২৫ Sunday ৩:৩৪:০৯ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি।। 

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ঝালকাঠি জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলীর  

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) মৃত্যু হয়েছে।  শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহত সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি  সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাদবাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts