বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের উচ্চতা ছিল অবিশ্বাস্য রকমের বেশি। তাঁদের ব্যতিক্রম দৈহিক গঠন শুধু বিস্ময়ই জাগায়নি, অনুপ্রেরণাও জুগিয়েছে। অনলাইনভিত্তিক তথ্যভান্ডার ‘ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি)’ তৈরি করা এ তালিকায় আমরা পরিচিত হবো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের সঙ্গে—যাঁরা চিকিৎসাবিজ্ঞানের নজর কেড়েছেন, সার্কাস থেকে শুরু করে সিনেমা কিংবা ক্রীড়াঙ্গনেও রেখেছেন নিজস্ব ছাপ।
