চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে চার জন আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৬ টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ ইব্রাহিম (৪০), মৃত বদি আহম্মদের ছেলে মনির আহম্মদ (৫০), আবুল কালাম ছিদ্দিকের ছেলে মোঃ রবিন ইসলাম (২৫), মোঃ নুর ছফার ছেলে আরাফাতুল ইসলাম নোমান (২২)।
চান্দগাঁও থানার বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।
জেএনএন/সিটিজিনিউজ