ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের – DesheBideshe

ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের – DesheBideshe



ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের – DesheBideshe

ফরিদপুর, ২৬ এপ্রিল – ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার তিন চাকার গাড়ির (থ্রি-হুইলার) নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু মাহিনের বাবা মুসা শেখ একটি তিন চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে গাড়িটি ‘খেক্কর গাড়ি’ নামে পরিচিত। প্রতিদিন এই গাড়িতে তিনি মাটি পরিবহন করতেন। প্রতিদিনের মতো আজও সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাটি পরিবহন করেন। দুপুর ২টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়িটি নিয়ে বাড়িতে আসেন। এ সময় বাড়ির সামনে প্রতিদিন যেখানে গাড়িটি রাখা হয় সেখানে গাড়ির পেছন দিক দিয়ে দৌড়ে আসে মাহিন। বাবা কিছু বুঝে ওঠার আগেই পেছনের এক চাকার নিচে চাপা পড়ে নিহত হয় শিশুটি।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন দুপুরে খাবার খেতে আসার সময় ছেলের জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসতো বাবা মুসা শেখ। সেই লোভে বাবার গাড়ির শব্দ শুনলেই দৌঁড়ে বের হত শিশুটি। আজ পেছন দিক দিয়ে আসায় বাবার চোখে পড়েনি। চাপা পড়ে যাওয়ার পর শিশুর চিৎকারে টের পায় মুসা। ততক্ষণে তার ছেলে দুনিয়া ছেড়ে চলে যায়।

আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও অনাকাঙ্ক্ষিত।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ এপ্রিল ২০২৫



Explore More Districts