শ্রীপুর পাথর কোয়ারী হতে শ্রমিককে ধরে নিয়েছে বিএসএফ

শ্রীপুর পাথর কোয়ারী হতে শ্রমিককে ধরে নিয়েছে বিএসএফ

শ্রীপুর পাথর কোয়ারী হতে শ্রমিককে ধরে নিয়েছে বিএসএফ

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী হতে ১ জন পাথর শ্রমিক ধরে নিয়ে গেছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী হতে এক বারকি পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টায় সীমান্তের ১২৮০ মেইন পিলারের ১নং সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে পাথর উত্তোলন করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া করে। এসময় সকল পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে রক্ষা পেলে এখলাস উদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এর হাতে আটক শ্রমিক জৈন্তাপুর উপজেলার নিজপাট ই্বউনিয়নের নয়াগাতি গ্রামের বিলাল উদ্দিনের পুত্র নাম এখলাস উদ্দিন (২৭)।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক শ্রমিক আটকের বিষিয়টি নিশ্চিত করে তিনি জানান শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিএসএফ’র নিকট বিষয়টি জানায় আটক ব্যাক্তিকে ডাউকি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে।

ডিএস/আরএ

Explore More Districts