বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরেদুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরেদুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

২৩ April ২০২৫ Wednesday ৮:৩৫:০৪ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ  প্রতিনিধি॥

বানারীপাড়ায় শিশুর গলায় ধারালো অস্ত্র ধরেদুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা: গ্রেফতার-১

বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে এক বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান অসামী উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে সাবেক সৌদি প্রবাসী মো. শহিদুল ইসলাম মানিককে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মানিককে আটক করা হয়। ওইদিন (মঙ্গলবার) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান,ডাকাতির রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ বিষয়ে আসামী শহিদুল ইসলাম মানিককে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদলের কেউ কেউ মুখোশধারী ছিলেন। তবে সশস্ত্র ওই ডাকাতদলের মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মানিক ও দত্তপাড়া গ্রামের কালুকে মামলার বাদী মিজানুর রহমান বাবুল চিনতে পেরেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





জিয়াউল আহসানের জমি ও ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

মুফতি ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, সিদ্ধান্ত পেছাল আদালতের

নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল

বরিশালে টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করে দিলেন এসআই সাইফুল!

বিসিসি’র মেয়র হতে মামলা করলেন জাপা’র তাপস

Explore More Districts