নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল

নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল

২৪ April ২০২৫ Thursday ১২:২৮:১৮ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল

নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়া ও বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ না হওয়ায় এ অবস্থা। এসব কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে না পেরে বিপাকে পড়েছেন ঠিকাদার। বরাদ্দ পেলে শিগগিরই বাকি কাজ শেষ করার আশা করছে গণপূর্ত বিভাগ।

বরিশালের আমানতগঞ্জ এলাকায় নতুন ২০০ শয্যার শিশু হাসপাতাল। গত বছরের মার্চে ভবন নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি হাসপাতালটি।

হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ। বরিশাল মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলছেন, হাসপাতাল চালাতে প্রয়োজন ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী। অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশনও।

বরিশাল মেডিকেলের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলেন, হাসপাতাল চালু না হওয়ায় বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে।

ঠিকাদার বলছেন, ভবনের কাজ শেষ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। অবহেলায় পড়ে থাকায় চালুর আগেই চুরি হচ্ছে অনেক মালামাল।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, বরাদ্দের অভাবে বাকি কাজ করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।

২০১৭ সালে হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে, নানা জটিলতায় কয়েক বছর দেরি হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts