তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজে গতি কম

তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজে গতি কম

সাভারের রানা প্লাজা ধসের এক যুগ পূর্ণ হলেও অধিকাংশ তৈরি পোশাক কারখানায় বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি সংশোধনের কাজ সম্পন্ন হয়নি। বর্তমানে দুটি তদারক সংস্থার অধীন ২ হাজার ৫২৭ কারখানার মধ্যে সব সংস্কারকাজ হয়েছে মাত্র ২৯ শতাংশ বা ৭৩৬টিতে।

শ্রমবিশেষজ্ঞ, মালিক ও শ্রমিকনেতা, তদারক সংস্থার সঙ্গে কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, মোটাদাগে তিন কারণে তৈরি কারখানার সংস্কারকাজে গতি কমে গেছে। প্রথমত, দেশি-বিদেশি চাপ কমে যাওয়ায় ত্রুটি সংশোধনে আগ্রহ কম মালিকদের। দ্বিতীয়ত, আর্থিক সংকটে অনেক কারখানা ত্রুটি সংশোধনে বিনিয়োগ করতে পারছে না। তৃতীয়ত, তদারকি সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় পুরো কার্যক্রমের গতি কম।

ভবনধসের পর প্রথম পাঁচ বছর কারখানার সংস্কারকাজ তুলনামূলক দ্রুতগতিতে এগোলেও বর্তমানে শ্লথগতিতে চলছে। ইতিমধ্যে কর্মপরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক চাপ কিছুটা কমে এসেছে। ফলে অনেক কারখানায় নিরাপত্তাঝুঁকি রয়ে যাচ্ছে।

Explore More Districts