বাবুগঞ্জে খাল খননের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ টাকা জরিমানা
২৩ April ২০২৫ Wednesday ৯:৩৩:৫৯ PM
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজের মাটি চুরি করে বিক্রির দায়ে মান্নান হাওলাদার নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।বুধবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্নার ভ্রাম্যমাণ আদালতে মান্নান হাওলাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।নির্বাহী হাকিম কামরুন্নাহার তামান্না জানান, বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজ চলমান রয়েছে। খননযন্ত্র দিয়ে খালের মাটি স্তুপ করে রাখা হয়েছে দুই পাড়ে। একটি চক্র সেই মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে মান্নান হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক মান্নানকে তিন লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করে দিলেন এসআই সাইফুল!
বিসিসি’র মেয়র হতে মামলা করলেন জাপা’র তাপস
আগৈলঝাড়ায় র্যাবের উপর হামলা ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, দিনেও থাকতে হচ্ছে মশারির মধ্যে