ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

২৩ April ২০২৫ Wednesday ৯:৫৯:৫৮ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশির ভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। এতে দুই বছর ধরে চরম দুর্ভোগে পড়েছেন এই ওয়ার্ডের ১৫ হাজার মানুষ। পানির দাবিতে এই ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে।

বুধবার(২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শতশত নারী পুরুষ পৌরসভার সামনে বিক্ষোভ করে। তারা একঘণ্টা পৌরসভার সামনে ঘেরাও করে রাখেন। পরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছে না এসব এলাকার বাসিন্দারা।

বর্তমানে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার পর পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে খাওয়া, গোসল, রান্না-বান্নায়সহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে পানি গ্রাহকদের। অভিযোগ রয়েছে, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফিতলি আড়াল করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই এ সমস্যা সমাধান করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts