- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জ হাউজিং এ তিতাসের আংশিক অভিযান, এলাকাবাসীর ক্ষোভ
সাহাবউদ্দিন কারাগারে : জামিনে মুক্তি পেলে ক্ষতির আশঙ্কা বাদী পক্ষের
- আপডেট টাইম : এপ্রিল, ২৩, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
- 9 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত সাংবাদিক সাহাব উদ্দিনের গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরলেও রয়েছে বাদী পক্ষের মাঝে আতংক । ভয়ঙ্কর নেশাখোর ও ধান্দাবাজ সাহাব উদ্দিন জামিনে মুক্ত হলে এলাকাবাসী সহ অত্র মামলার বাদী পক্ষের উপর তান্ডব চালাতে পারে এমন আতংক বিরাজ করছে ফতুল্লা জুড়ে ।
সাহাব উদ্দিনের বিরুদ্ধে করা একাধিক মামলার বাদী জানিয়েছেন, সাহাব উদ্দিন হলো একজন ভয়ঙ্কর নেশাখোর ও সাইকো টাইফের লোক। তাকে গ্রেফতার করানোর কারনে সে ক্ষিপ্ত হয়েছে এবং পুলিশের সামনেই তাদেরকে হত্যার হুমকি দিয়েছে । তাই ভুক্তভোগীদের আদালত ও প্রশাসনের কাছে দাবী, এই ভয়ঙ্কর নেশাখোর সাহাব উদ্দিন কে যাতে কঠোর শাস্তি না দিয়ে যাতে জামিন না হয়।
এদিকে বেশ কয়েকজন গনমাধ্যম কর্ম সাহাব উদ্দিনের গ্রেফতারের ছবি তুলতে গেলে তাদেরকেও সে দেখে নেয়ার হুমকি দেয়ারো অভিযাগ করেছে অনেকে।
অন্যদিকে নারায়ণগঞ্জ আদালতে বেশ কয়েকটি প্রতারনা , চিটিং ও বিশ্বাষ ভংগেরো মামলা রয়েছে তার বিরুদ্ধে । একই সাথে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যদি হত্যা চেষ্টা মামলাটিতে ধৃত আসামীকে শন এ্যারেষ্ট দেখালে অন্তত আপাতত তার জামিন হবে না।