নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায় প্রচারকারি ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক ইমরান হোসনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) মামলার বাদী সাংবাদিক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি মামলাটি দায়ের করেন। বিবাদী ইমরান কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের লোকমান হোসেনর ছেলে এবং হাজিরহাট বাজারের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। বাদী নুর হোসেন ডে নাইট নিউজ নামের একটি অনলাইন নিউজপোর্টালের কমলনগর প্রতিনিধি।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল রোববার অনলাইন পোর্টালটিতে, “কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটির শিরোনাম এবং মূল সংবাদটি বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে ব্যাপক প্রচার করে ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
এতে নিউজ পোর্টালটি ও এর প্রতিনিধির ভামূর্তিক্ষুন্ন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। মামরার বাদী সাংবাদিক নুর হোসেন জানান, কমলনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম নিয়ে একটা প্রতিবেদন করা হলে অভিযুক্ত ইমরান হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি Imran Hossain’ তে নিউজের শিরোনাম ও মূল বিবরণকে বিকৃত করে অসংলগ্ন শব্দচয়ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়।তাঁর বিকৃত শিরোনামাংশে তিনি ‘কমলনগরে শান্তিবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া বেলনামে ডায়াগনস্টিক কেন্দ্র পাকিস্তান’ এসব অসংলগ্ন বিকৃত শব্দ,বাক্য ও নিউজের বর্ণনায় অসংলগ্ন বিকৃত বাক্য গঠন করে ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়। এতে সংবাদটির মূল মর্মার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।
নুর হোসেন বলেন, অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার হাজির হাটের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
রোগ নির্ণয়কারী এ প্রতিষ্ঠানের নেই কোন বৈধ লাইসেন্স।নাই কোন টেকনোলজিস্ট। অভিযুক্ত ইমরান নিজে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবার নিজেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে অসহায় অসচেতন রোগীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যদিও ইমরানের এ সংক্রান্ত কোন শিক্ষা বা প্রশিক্ষণ নাই।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যায়।