এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মাদক কারবারী হারুন মিয়া উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। হারুন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার বাসায় ভাড়া থাকতো। ওই রাতেই সখীপুর থানায় মামলা করা হয়েছে ।
এ বিষয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিক সম্মেলনে বলেন, হারুন মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।