বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরে ১৪৪ ধারা জারি – DesheBideshe

বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরে ১৪৪ ধারা জারি – DesheBideshe



বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরে ১৪৪ ধারা জারি – DesheBideshe

শরীয়তপুর, ২০ এপ্রিল – বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় আজ সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানায়, শরীয়তপুরের নড়িয়া বাঁধের বিপরীত পাশে পদ্মা নদীতে বালু কাটার প্রতিবাদে বালু কাটা বন্ধে একই স্থানে সকাল সাড়ে ১০টায় (অব.) কর্নেল এস এম ফয়সাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহি আহম্মেদ ঝিন্টু, কলাবাগান থানা মহিলা দলের সভাপতি শামিমা জাহান সাথীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই স্থানে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় ১৪৪ ধারা জারি করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, রোববার নড়িয়া পৌরসায় সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। এ জন্য পৌরসভায় বিএনপির দুটি পক্ষই তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেনি। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ এপ্রিল ২০২৫

 



Explore More Districts