সব পরীক্ষায় ফেল করতেন জনপ্রিয় এই দক্ষিণি তারকা – DesheBideshe

সব পরীক্ষায় ফেল করতেন জনপ্রিয় এই দক্ষিণি তারকা – DesheBideshe



সব পরীক্ষায় ফেল করতেন জনপ্রিয় এই দক্ষিণি তারকা – DesheBideshe

হায়দ্রাবাদ, ২০ এপিল – দক্ষিণি সুপারস্টার সুরিয়াকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তামিল এ তারকা নায়ক ও প্রযোজক দুই ভূমিকায়ই সফল। ইতিবাচক ও নেতিবাচক সব ধরনের চরিত্রেই পর্দা কাঁপান তিনি। তুমুল জনপ্রিয় এই তারকা এবার প্রকাশ করলেন তার একাডেমিক ব্যর্থতার বিষয়টি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চেন্নাইয়ে সুরিয়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রমে হাজির হয়েছিলেন, সংস্থাটি মূলত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে সহায়তা করে।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বলেন এই নায়ক।

সুরিয়া জানান, তিনি এমন একজন, যে কিনা দশম ও দ্বাদশ শ্রেণির সব পরীক্ষায় ফেল করতেন। শিক্ষার্থী হিসেবে নিজেকে ‘গড়পড়তা’ বলেও রায় দেন সুরিয়া।

তবে তিনি মনে করেন, সব ক্ষেত্রেই দ্বিতীয় বা তৃতীয় সুযোগের প্রয়োজন। একই অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের এ ধরনের উন্নয়ন সংস্থার কার্যক্রমে সহায়তা করারও আহ্বান জানান তিনি।

সুরিয়া এখন ব্যস্ত ‘রেট্রো’ সিনেমার প্রচারে। তামিল এই অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক শুভরাজ। এতে সুরিয়ার বিপরীতে আছেন পূজা হেগড়ে। ৬৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘রেট্রো’ সিনেমার অন্যতম প্রযোজকও সুরিয়া।

আইএ/ ২০ এপিল ২০২৫



Explore More Districts