বড়লেখায় আগুনে পুড়ল তুলার গুদাম

বড়লেখায় আগুনে পুড়ল তুলার গুদাম

বড়লেখায় আগুনে পুড়ল তুলার গুদাম

মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকায় মঙ্গলবার রাতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তুলার গুদাম ও যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুলা ব্যবসায়ী নূরে আলম বলেন, প্রতিদিনের মতো আজও আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ পাশের রুম থেকে আগুনে পুড়া গন্ধে আতংকিত হয়ে পড়ি ও আমাদের চেচামেচি শুনে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন কিন্তু ততক্ষণে গুদামভর্তি তুলা পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ২/৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এ সময় আগুনের ক্ষতিকর ধোয়া মূহুর্তে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দুই ঘন্টাব্যাপী চেষ্টা করার ফলে আগুনে নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে বড়লেখা ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

ডিএস/আরএ

Explore More Districts