সখীপুরে গৃহবধূ আমেনা হত্যাকাণ্ড ১২ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার – News Tangail

সখীপুরে গৃহবধূ আমেনা হত্যাকাণ্ড ১২ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ আমেনা হত্যাকাণ্ডের মাত্র বারো ঘণ্টার মধ্যে মূল আসামি এনামুল (৪৫) কে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সখীপুর থানা পুলিশের একটি চৌকস দল টাংগাইল সদর উপজেলার করটিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত এনামুল পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। এসময় তার কাছ থেকে গৃহবধূ আমেনার নাকফুল উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সখীপুর থানার ওসি মো: জাকির হোসেন।

শুক্রবার সকাল সাড়ে দশটায় সখীপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি আরও বলেন, পরকীয়া সংক্রান্ত কারণে গৃহবধূ আমেনাকে সে নিজেই হত্যা করেছে। এদিকে হত্যার কারণ পরকীয়া সংক্রান্ত বলে হত্যাকারীর বক্তব্যকে ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন গৃহবধূ আমেনার ছেলে মো: পারভেজ। গৃহবধূ আমেনার ছেলে পারভেজ বলেন, সে এগুলো সব বানানো কথা বলতেছে। সে বাঁচার জন্য অনেক কিছুই বলতে পারে। তিনি আরও বলেন, এই হত্যাকান্ড একার পক্ষে ঘটানো সম্ভব নয় এবং এর পিছনে আরো অনেকেই জড়িত থাকতে পারে। এছাড়া আমার মায়ের গলায় চেইন ও কানে দুল এবং হাতে থাকা মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি।
প্রসঙ্গত ; বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলার ঘোনার চালা পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশে ধানক্ষেত থেকে গৃহবধূ আমেনা (৪২)এর লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। এঘটনায় সখীপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত অভিযান শুরু করে সখীপুর থানা পুলিশ। মাত্র বারো ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের মূল আসামি মো: এনামুলকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। আজ গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছেে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts