পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

১৭ April ২০২৫ Thursday ১০:১১:২০ PM

Print this E-mail this


পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তিনদফা দাবি আদায়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি হচ্ছে রোগীদের। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে যৌথভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা তিনদফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হচ্ছে- ডা. শামীম আল আজাদের ওএসডির আদেশ প্রত্যাহার করা, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা ও নতুন ভবন চালু করা। আন্দোলনরত মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার দিন পবিপ্রবির শিক্ষার্থীরা তাদের অসৌজন্যমূলক আচরণ ও ভাঙচুর করেন। উল্টো এ ঘটনায় তদন্ত চলাকালীন সময়ে অন্যায়ভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ওএসডি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এসময় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি দেন। উল্লেখ্য, চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভের পর বুধবার চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অভিযোগ অস্বীকার করে অনকলে দায়িত্বে থাকা ওই চিকিৎসক এ প্রতিবেদককে জানান, চিকিৎসায় কোন ঘাটতি ছিল না। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

বরিশালে মেয়র হতে চরমোনাই পীরের ছোট ভাইয়ের মামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না: মির্জা ফখরুল

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

বরিশালে জাপা নেতৃবৃন্দের শাস্তির দাবীতে থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Explore More Districts