- নারায়ণগঞ্জ, শহর, সারাদেশ
- অবশেষে জননেতা জাকির খানের মুক্তি
না:গঞ্জে স্ত্রী হত্যায় ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট টাইম : এপ্রিল, ১৭, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
- 12 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার প্রায় ২৬ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো: মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন এই বিচারক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর হলো আলম ওরফে নবীন (৬০)। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদম আলীর পুত্ৰ । নিহত স্ত্রীর নাম আফসানা বেগম।
নারায়নগঞ্জ আদালতের কোর্ট পুলিশের ওসি মো: কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২৬ বছর আগে ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়।