এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে আগুণে পোড়া তিন ব্যবসায়ীর হাতে লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাহউদ্দিন আলমগীর রাসেলের নিজস্ব অনুদান নগদ ৫ লাখ টাকা তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কচুয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এনামুল হককে ৩ লাখ অপর দুই ব্যবসায়ী আবুল হোসেন এবং হামেদ আলীকে ১ লাখ টাকা করে অনুদান তুলে দেয়া হয়। লাবিব গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন। এ সময় লাবিব গ্রুপের সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চু, কচুয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : গত ১৩ এপ্রিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই ওই তিনটি দোকানঘর ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নিস্ব হয়ে পড়ে ওই তিন ব্যবসায়ী। তাদের পূণরায় ব্যবসার হাল ধরতেই লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেলের পক্ষে তার নিজস্ব তহবিল থেকে আজকে এ অনুদান তুলে দেয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।