৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ – News Tangail

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায় বা‌তিলসহ ৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তারা মহাসড়কের টাঙ্গাইল রাবনা বাইপাস বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এরআগে বেলা ১২ টার দিকে ওই কলেজের শতশত শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে রাবনায় সমবেত হন। পরে রোদ ও বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে।

এ সময় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবোধ করে রাখায় ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের মহাসড়ক ছে‌ড়ে দি‌য়ে আন্দোলন প্রত‌্যাহার ক‌রে নেন বিক্ষোভকারীরা।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নোতির পক্ষে রায় দেয়। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছি না। হাইকো‌র্টের রায় বা‌তিল কর‌তে হ‌বে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে। এছাড়া ৬দফা যে দাবি ঘোষণা করা হ‌য়ে‌ছে সেটা বাস্তবায়ন কর‌তে হ‌বে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মো: শরীফ জানান, অবরো‌ধের কার‌ণে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। প‌রে অব‌রোধ তু‌লে নেওয়ার পর দুপুর আড়াইটা থে‌কে যান চলাচল শুরু হয়। এখন মহাসড়কে কোন যানজট নেই, স্বাভাবিক গতিতে গাড়ি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts