চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে রাঙ্গুনিয়ার মরিয়মনগর কাটাখালি এলাকায় কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এবি ট্রাভেলস নামে একটি বাস, কাপ্তাইমুখী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এবি ট্রাভেলসকে এই রাস্তা থেকে চিরতরে সরানো এখন সময়ে দাবী।
এ ঘটনায় রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার বলেন, এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমভি/সিটিজিনিউজ