যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ মোকাাবিলায় ইউরোপ ও ভারতকে পাশে চায় চীন

যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ মোকাাবিলায় ইউরোপ ও ভারতকে পাশে চায় চীন

চীন বলেছে, যুক্তরাষ্ট্র যে হারে তাদের পণ্যে শুল্ক আরোপ করেছে, তাতে এমনিতেই চীনের কোম্পানিগুলোর পক্ষে বাণিজ্য করা সম্ভব নয়। এরপর আরও শুল্ক আরোপিত হলেও অগ্রাহ্য করবে তারা। ট্রাম্প সেই সিদ্ধান্ত নিলে বিশ্ব অর্থনীতির ইতিহাসে তা ‘প্রহসন’ হিসেবেই থেকে যাবে। পাশাপাশি আলোচনার টেবিলে আসতে পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে হবে বলে বার্তা দিয়েছে বেইজিং। সেই সঙ্গে তাদের হুঁশিয়ারি, ওয়াশিংটন চীনের স্বার্থে আঘাত হানলে পাল্টা জবাব দিতে তৈরি চীন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির মোকাবিলায় ভারত ও চীনের আরও কাছাকাছি আসা উচিত। এই ঘোরতর সংকটের সময় দুই দেশের উচিত হবে, একে অপরের পাশে দাঁড়ানো—এমনটাই মনে করেন ভারতের চীন দূতাবাসের মুখপাত্র ইউ জিং।

ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, এক্স হ্যান্ডলের পোস্টে ইউ জিং ভারত ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে জোর দিয়েছেন। তিনি মনে করেন, এ সম্পর্কই সব বাধা কাটিয়ে উঠতে পারবে। তাঁর কথায়, ‘দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের (ভারত ও চীন) উচিত সমস্যা (ট্রাম্পের আরোপিত শুল্ক) কাটিয়ে ওঠার জন্য একত্রে দাঁড়ানো উচিত।’ ইউ জিংয়ের দাবি, চীনের অর্থনৈতিক কাঠামো কেবল নিজের দেশের নয়, বরং একই সঙ্গে বিশ্ববাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধিও নিশ্চিত করে।

Explore More Districts