যশোরে বাড়িতে পিতার লাশ রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে গেলেন ছেলে আশিক

যশোরে বাড়িতে পিতার লাশ রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে গেলেন ছেলে আশিক

jessore map

যশোর বাড়িতে বাবার লাশ রেখে এসএসসির পরীক্ষা কেন্দ্রে গেলেন ছেলে  আশিক।  বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার বাবা মাসুদুর রহমান মাসুদ (৫০)। তাই বাবার লাশ বাড়িতে রেখে এদিন সকাল ১০ টায় ছেলে আশিকের দাখিল পরীক্ষা দিতে কেন্দ্রে যায়।

আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে,আই আলিম মাদ্রাসা কেন্দ্রে আল কোরআন বিষয়ে পরীক্ষা দিচ্ছে। মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

মৃতের স্বজনরা জানিয়েছেন,আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তার বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে গিয়েছে আশিক। দুপুর ১ টায় পরীক্ষা শেষে ছেলে বাড়িতে ফেরার পর জানাযা নামাজ শেষে মাসুদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তিনি সকালে তাদের বাড়িতে যান। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার পর সাথে করে কেন্দ্রে নিয়ে যান।

ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান,বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখছেন।

Explore More Districts