'মার্চ ফর গাজা' সফল করুন: ডা. রিয়াজ

'মার্চ ফর গাজা' সফল করুন: ডা. রিয়াজ

'মার্চ ফর গাজা' সফল করুন: ডা. রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ইজরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ৪০ হাজার শিশু সহ হাজার হাজার নারী-পুরুষকে হত্যা করে মানবতা বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ রয়েছে। মুসলিম দেশের সরকার প্রধানরা গাজায় অসহায় মানুষকে রক্ষায় এগিয়ে আসার পরিবর্তে নীরব ভূমিকা পালন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্লোবাল স্ট্রেইক ফর গাঁজাতে পূর্ণ সমর্থন জানিয়েছি একই সঙ্গে আগামী ১২ এপ্রিল শনিবার রাজধানী ঢাকায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে মার্চ ফর গাজা কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এ কর্মসূচিতে শরিক হতে ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান।

বুধবার (৯ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয় নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দীন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মকবুল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সোবহান আব্বাসী, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ওলিউর রহমান (সাদিক), সহ দপ্তর মোঃ সাদিরুল ইসলাম মোল্লা, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে আগামী ১১ এপ্রিল শুক্রবার সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে বাদ জুমা বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে। দলমত নির্বিশেষে মিছিলে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানান।

ডিএস/আরএ

Explore More Districts