- নারায়ণগঞ্জ, পটুয়াখালী প্রতিদিন, শহরের বাইরে, সারাদেশ
- ফিলিস্তিনে নৃশংস হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন
রূপগঞ্জে রবিনটেক্স কারখানা শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ
- আপডেট টাইম : এপ্রিল, ৯, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
- 17 পড়েছেন
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে । বুধবার (৯ এপ্রিল) দুপুর বারোটা থেকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ ।
তবে এসময় যৌথ বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে ।
এবিষয়ে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন ‘ ছাঁটাইয়ের প্রতিবাদে রবিনটেক্স নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করে । এ সময় তারা আইনশৃক্ষলা বাহিনীর উপর বেপরোয়া আচরন করে।
এসময় ১০ জনকে আটক করার কথা জমানায় এই কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, ঈদের আগে উপজেলার ভুলতা এলাকার রবিনটেক্স (বাংলাদেশ) লিসিটেড কারখানার শতাধিক শ্রমিককে ছাঁটাই করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকরা সকালে কারখানাটির সামনে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দুপুরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে । এসময় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।