গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্র-জনতার বিক্ষোভ – Chittagong News

গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্র-জনতার বিক্ষোভ – Chittagong News

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র-জনতা। এসময় ইসরায়েলি পণ্যর বর্জনের ডাক দেন তারা।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

এতে ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘নেতানিয়াহুর গালে গালে জুতা মারো তালে তালে’ সহ নানা ক্ষোভ ও প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্ববাসী নিরব দর্শকের ভূমিকায় রয়েছে।’

সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলন বেগবান করতে হবে।’

সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ ও গণমানুষ উপস্থিত ছিলেন।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts