সরিষাবাড়ীতে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর

সরিষাবাড়ীতে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর




সরিষাবাড়ীতে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর ঈদ উপহার বিতরণ – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পূর্ব মুহূর্তে রোববার ৩১ মার্চ দুপুরে সরিষাবাড়ী উপজেলার আদাচাকী গ্রামের এক বাগানবাড়ী প্রাঙ্গণে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর উদ্যোগে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিন শতাধিক গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও মেক্সী বিতরণ করা হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে হত-দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার পেয়ে দারুন খুশি।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মি উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু, সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, স্থানীয় বিএনপি নেতা আরিফ, তৌহিদ, নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র রমজানের সিয়াম সাধনার পর খুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর।
তারা ঈদের আনন্দ সকলকে অংশীদার করতে এবং অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে জনাব নূরুল ইসলাম মিন্টু’র এই পদক্ষেপকে স্বাগত ও অভিনন্দন জানান।
সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আমি যেটাই দিই, সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন। আমার কোন চাওয়া নেই, আপনারা শুধু মরহুর ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের জন্য দোয়া করবেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুর ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারে বেদেহী আত্মার মাগফেরাতসহ তালুকদার পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনা করা হয়।


Explore More Districts