৬ April ২০২৫ Sunday ৫:৪৭:৩৯ PM | ![]() ![]() ![]() ![]() |
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে চেতনা নাশক ছিটিয়ে ও সিঁধ কেটে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ দেড় লাখ টাকাসহ দুই ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ মার্চ) রাতে জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কুহুদশকাঠি গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে চোররা রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢোকে। এসময় মূল্যবান জিনিস, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। সকালে ঘুম থেকে উঠে ঘরের সিঁধ কেটে চুরির নমুনা দেখতে পান চুরি যাওয়া বাড়ির লোকজন। পরে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। এক রাতে একটি গ্রামের পাঁচটি বাড়ি চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রিপন বৈদ্য জানান, আমি কয়েকদিন আগে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল তাই ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকা চোর নিয়ে গেছে।
আরেক ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের বাধা গরুগুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যবহার করা দুটি সোনার চেন নিয়ে গেছে।
ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সরজমিনে গিয়ে থানায় জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছে হয়তোবা তারাই এই চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে।
ইউপি সদস্য কমলেশ রায় বলেন, এলাকায় কয়েকদিন যাবত চুরির ঘটনা ঘটছে। গত রাতে চুরির নমুনাগুলো একই। ইদানিং এলাকায় কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে। তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে এ ধরণের চুরির ঘটনা ঘটতেই থাকবে।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |