কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

চাঁদপুরের কচুয়ায় ডিবি ও থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক পৃথক ভাবে তাদের রাজনৈতিক মামলায় গ্রেফতার করে শনিবার চাঁদপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার পালগীরি গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা মো. শরীফ উল্যাহ ভূঁইয়া, লৈয়ামেহের গ্রামের বাসিন্দা মো. শহীদ উল্যাহ, সাহেদাপুর গ্রামের বাসিন্দা মো. ফখরুল ইসলাম, পূর্ব কালচো গ্রামের বাসিন্দা আব্দুল বারেক, মাঝিগাছা বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটওয়ারী, কাদলা গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মঞ্জুর আহমেদ মজুমদার,পালাখাল গ্রামের মো. কেফায়েত উল্যাহ সিকদার, ছাত্রলীগ নেতা হোসেনপুর গ্রামের বাসিন্দা মো. আরিফ হোসেন, পাথৈর গ্রামের বাসিন্দা মো. শামীম উদ্দিন ও কামাল হোসেন রাজু।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকের পর তাদের শনিবার চাঁদপুরের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ এপ্রিল ২০২৫

Explore More Districts