কক্সবাজার থেকে পাচারকালে বিপুল মালামালসহ আটক ৬ – দৈনিক আজাদী

কক্সবাজার থেকে পাচারকালে বিপুল মালামালসহ আটক ৬ – দৈনিক আজাদী

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মিয়ানমার পাচারকালে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিবছড়া সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন – সাইদুল হক (২৩), জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম) (২৮), মোহাম্মদ নাজিম (২০) এবং মোহাম্মদ কামাল (৩৮)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা।

অভিযানে আটকৃতদের কাছ থেকে কক্সবাজার থেকে অবৈধভাবে মায়ানমার পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০ টি মোবাইল চার্জার, ৬০ টি পকেট রাউটার, ২৫ টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০ টি মোটরসাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬ টি পোষাক ও ১৬ রোল তেরপল জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

Explore More Districts