ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই – DesheBideshe

ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই – DesheBideshe



ঈদের তারিখ ঘোষণা করল ব্রুনাই – DesheBideshe

বন্দর সেরি বেগাওয়ান, ২৯ মার্চ – দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে দেশটি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুনাই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশটিতে আজ রমজানের ২৮তম দিন।

আগামীকাল রবিবার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।

দেশটির ফতওয়া কাউন্সিল জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবতা ও তথ্যউপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

কাউন্সিল বলেছে যে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৯ মার্চ ২০২৫



Explore More Districts