বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাটের তরুণদের পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ -এডাপ্টিপ কিচেন গার্ডেন



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক :

পানগুছি নদীর তীরে সবুজের সমারোহ। রাসায়নিকমুক্ত সবজি আর সতেজ ফলের ঘ্রাণ মিশে আছে বাতাসে। এখানেই একদল উদ্যমী তরুণ গড়ে তুলেছে টেকসই কৃষির এক নতুন দিগন্ত— পারিবারিক পুষ্টি বাগান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে তারা হাতে নিয়েছে প্রকৃতি-ভিত্তিক চাষাবাদের উদ্যোগ, যা শুধু পরিবেশ রক্ষা করছে না, বরং পুষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথও খুলে দিচ্ছে।

যেখানে সংকট, সেখানেই সম্ভাবনা! জলবায়ু পরিবর্তনের সামনের সারিতে থাকা মোড়েলগঞ্জ উপজেলার এই তরুণরা নিজেদের আশপাশের খালি জায়গাগুলো কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলেছে। এটি শুধু পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করছে না, বরং অর্থনীতির নতুন দুয়ারও খুলছে।

উদ্যোগের পেছনের শক্তি ইয়ুথ নেট গ্লোবাল -এর বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় প্রশিক্ষিত যুবরা এই উদ্যোগ চালু করেছে। প্রাকৃতিক কৃষি চর্চাকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই প্রকল্পের নেতৃত্বে আছেন ইয়ুথ লিডার মুসকান, আর মেন্টর হিসেবে পাশে আছেন ‘উপকূল কন্যা’ নাসরীন আক্তার। তারা বলছেন, “রাসায়নিক সার নয়, আমরা ব্যবহার করছি ঘরোয়া জৈব সার রান্নাঘরের উচ্ছিষ্ট, ডিমের খোসা, হাস-মুরগির বিষ্ঠা পচিয়ে তৈরি সার। কীটনাশকের পরিবর্তে ব্যবহার করছি প্রাকৃতিক পদ্ধতি আলোক ফাঁদ, সাবান পানির পাত্র, চুলার ছাই ও লতাপাতার সিদ্ধ পানি।”

 

নারীদের ভূমিকা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা এই উদ্যোগে পরিবারের মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আর পুরুষ কৃষকরাও সমানভাবে সহায়তা করছেন। ফলে বিষমুক্ত শাকসবজি উৎপাদন হচ্ছে, যা স্বাস্থ্য রক্ষার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে।

যুব নেতৃত্বের শক্তি ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে এটাই প্রমাণ করে যে স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্ব জলবায়ু সহনশীল কৃষিতে কীভাবে পরিবর্তন আনতে পারে। এখন দরকার এই ধরনের উদ্যোগকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা, তরুণদের সহনেতৃত্বের সুযোগ তৈরি করা এবং তাদের উদ্যোগে বিনিয়োগ বাড়ানো।

 এম, এস

Explore More Districts