গাজীপুর জেলা বিসিডিএস কমিটি ঘোষনা- সভাপতি শামছুল হক – Daily Gazipur Online

গাজীপুর জেলা বিসিডিএস কমিটি ঘোষনা- সভাপতি শামছুল হক – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।গত ২২মার্চ ২০২৫ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরি স্বাক্ষরিত এক পত্রে ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে মোঃ শামছুল হক। সিনিয়র সহ সভাপতি মোবারক, সহ সভাপতি আলামিন অপু ও সহ সভপতি আশরাফুল ইসলামকে করা হয়েছে। সদস্য করা হয়েছে ১৩জনকে যথাক্রমে: হাজী মোঃ আখতারুজ্জামান, মোঃ মুনসুর হেলাল, মোঃ মোতালিব হোসেন, মোঃ মহসিন দেওয়ান, মোঃ শাকিক আহমেদ বুলবুল, অহিদুজজামান(জামান),মোঃ জাহাঙ্গীর হোসেন (বাবুল),মোঃ আল- আমিন হোসেন খান, হযরত আলী, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল জলিল, মোঃ সালাহ উদ্দিন, মোঃ জাহাঙ্গীর খান।

Print Friendly, PDF & Email

Explore More Districts