দেশের সব সমস্যার সমাধান হবে জাতীয় সংসদে – দৈনিক আজাদী

দেশের সব সমস্যার সমাধান হবে জাতীয় সংসদে – দৈনিক আজাদী

বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে এবং এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত বুধবার চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা অন্য সমস্যার সমাধান দেওয়া। বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে। সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের ক্রান্তিলগ্নে শহীদ জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে চর্চা আরও বাড়াতে হবে।

শ্রমিকদল নেতা নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে এবং হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় শ্রমিকদল সভাপতি এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, মনজুর আলম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর ও সরফরাজ কাদের রাসেল।

আরো বক্তব্য রাখেন শ্রমিকদল নেতা আনোয়ার আজিম রিংকু, মনজুরুল পারভেজ সুমন, শফিকুল ইসলাম, আব্দুল আল মামুন, শেখা সানোয়ার মিয়া, এজহার মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুল হাই, হুমায়ুন কবির (ভূমি) ও হুমায়ুন কবির (নিমতলা)। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts