চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীনকে নির্যাতনকারী বকুল কারাগারে – Habiganj News

চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীনকে নির্যাতনকারী বকুল কারাগারে – Habiganj News

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে প্রকাশ্যে মানসিক ভারসাম্যহীন (পাগল) কে পেটানোর ঘটনায় প্রধান আসামী বকুল মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) সকারে বকুল মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে গত (৯ মার্চ) চুনারুঘাটের সাংবাদিক নুরুল আমিন বাদী হয়ে বকুল, তাঁর পিতা ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামী মোতাল্লিব মিয়া, তার পুত্র বকুল, মকুল ও সেকুল নামের চার আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রেঃ জানা যায়, গত ১৩ মার্চ উপজেলার আসামপাড়া বাজারে মোস্তফা ফার্মেসীর কাছে আসামীরা অজ্ঞাতনামা পাগলকে প্রকাশ্যে বেধড়ক পিঠুনী দিয়ে আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হলে চুনারুঘাট থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে। খবর পেয়ে আসামীরা গা ঢাকা দেয়। পাগল পেঠানো ঘটনায় এলাকায় ক্ষোভ ও ঘৃনা ছড়িয়ে পড়ে।

Explore More Districts