অস্কারের দরকার নেই, আমাদের জাতীয় পুরস্কারই যথেষ্ট – DesheBideshe

অস্কারের দরকার নেই, আমাদের জাতীয় পুরস্কারই যথেষ্ট – DesheBideshe



অস্কারের দরকার নেই, আমাদের জাতীয় পুরস্কারই যথেষ্ট – DesheBideshe

মুম্বাই, ১৭ মার্চ – বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়ান তিনি। পরিচালক-অভিনেত্রীর যদিও তা নিয়ে মাথাব্যথা নেই। তিনি মনে আর মুখে এক। যেমন, সদ্য মুখ খুলেছেন তার ‘ইমার্জেন্সি’ নিয়ে।

ছবিটি গত সপ্তাহে জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই ‘ট্রেন্ডিং ১’ এ রয়েছে। এই ফলাফল দেখে এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে জানিয়েছিলেন, ছবিটি আন্তর্জাতিক পুরস্কারমঞ্চের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্য। তখনই কঙ্গনা জানান, তার ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হলেই খুশি তিনি।

পুরস্কারের বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, ‘অস্কারের পিছনে দৌড়নো ভীষণ বোকা বোকা! আমার কাছে জাতীয় পুরস্কার যথেষ্ট। ‘ইমার্জেন্সি’ জাতীয় সম্মান পেলেই আমি খুশি।’

সকলে যখন আন্তর্জাতিক মঞ্চে বিখ্যাত হওয়ার জন্য ব্যস্ত, তখনও ব্যতিক্রমী কঙ্গনা। তিনি ভারতের সর্বোচ্চ সম্মানকে প্রাধান্য দিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবিতে কঙ্গনা সেই সময়কে তুলে ধরেছেন। পরিচালনার পাশাপাশি ‘ইন্দিরা গান্ধী’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

আইএ/ ১৭ মার্চ ২০২৫



Explore More Districts