হত্যার এক যুগ পর রাঙ্গুনিয়ায় ধরা পড়লো আসামী – Chittagong News

হত্যার এক যুগ পর রাঙ্গুনিয়ায় ধরা পড়লো আসামী – Chittagong News

দীর্ঘ এক যুগ পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি রাঙামাটির চন্দ্রঘোনা থানা এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো. আবদুল কুদ্দুসের। ১২ বছর লুকিয়ে থাকার পর অবশেষে রাঙ্গুনিয়া থেকে ধরা পড়তে হয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর হাতে।

সোমবার (১৭ মার্চ ) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আসামী মো. আবদুল কুদ্দুস (৪২) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের বনগ্রামের আজিজনগর এলাকার সিদ্দিক আহমদের ছেলে।

র‍্যাব সুত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ৩০২/২০১/৩৪ ধারার পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন এবং সর্বশেষ নিজ এলাকায় অবস্থান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার জানান, র‍্যাব তাকে হস্তান্তর করার পর আজ মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts